
নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী এবং প্রাইম গ্রুপের চেয়ারম্যান, সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য কিট অনুদান এবং হাসপাতালের দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. আবুল বাশারের হাতে প্রায় এক হাজার ডেঙ্গু টেস্ট কিট তুলে দেন আবু জাফর আহমেদ বাবুল। একইসাথে, তিনি হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের কার বেসমেন্টে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন, যা মশার প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করছিল।
কিট অনুদান নিয়ে আয়োজিত সংক্ষিপ্ত সভায় হাসপাতাল কর্তৃপক্ষ দুইজন পরিচ্ছন্নকর্মী দাবি করলে আবু জাফর আহমেদ বাবুল তাতে সম্মতি প্রকাশ করে বলেন, এই হাসপাতালটি আমার বাড়ির খুবই কাছে হওয়ায় আমার দায়িত্ব সব সময় ছিল। আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ্ হাসপাতালের উন্নয়নে সাধ্য মতো কাজ করে যাবো।
এই কার্যক্রমের অংশ হিসেবে বাবুল খানপুর হাসপাতালের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এবং মশক নিধনে তিনি প্রাইম ওয়াশিং প্লান্টের কর্ণধার জহির আহমেদ সোহেলের নেতৃত্বে স্বেচ্ছাসেবকদের নিয়ে কাজ করেন।
এ বিষয়ে গণমাধ্যমকে জহির আহমেদ সোহেল বলেন, “আবু জাফর আহমেদ বাবুল সব সময়ই জনসেবার মানসিকতা নিয়ে কাজ করেন। খানপুর হাসপাতালের ডেঙ্গু কিটের প্রয়োজন এবং অপরিচ্ছন্নতা দেখে তিনি দ্রুত পদক্ষেপ নিয়েছেন। আমরা স্বেচ্ছাসেবকরা তার নেতৃত্বে হাসপাতালের পরিবেশ উন্নত করতে পেরে আনন্দিত। আশা করি, এই উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে এবং রোগীদের স্বা
আপনার মতামত লিখুন :