
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার বর্বরোচিত হামলা, নির্বিচারে গুলি বর্ষণে জড়িতদের বিচারের দাবি ও শহীদদের স্মরণে জামায়াতের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার মুড়াপাড়া মঙ্গলখালী এলাকায় ওই সমাবেশের আয়োজন করে জামায়াতের রূপগঞ্জ উপজেলা জেলা শাখা।
বিক্ষোভ মিছিলটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মঙ্গলখালী বেবি স্ট্যান্ড এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সূরা সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান।
প্রদান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আলী খান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় শহীদদের বিচারের দাবিতে মামলা করা হলেও সেটি খারিজ করে দেয়া হয়। আওয়ামী লীগ সরকারের সময়কাল ছিলো বাংলাদেশে মানুষকে নির্যাতনের সময়কাল। এসময় তারা জামায়াত শিবিরের নেতাকর্মীদের অমানবিক নির্যাতন ও তাদের নামে একের পর এক মামলা দিয়ে হয়রানি করেছে। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সাজানো মামলায় ফাঁসি দিয়েছে। তাই এখন সময় এসেছে প্রতিটি নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিত করার। ২৮ অক্টোবর হামলার সাথে যারা জড়িত ছিলো তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। তাদের বিচারের মুখোমুখি করা হবে। পরে ২৮ অক্টোবরসহ গণতান্ত্রিক আন্দোলনে জামায়াত শিবির ও ছাত্র জনতাসহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় আরও বক্তব্য রাখেন মুফতি মোঃ জাহাঙ্গীর আলম, জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা,মাওলানা ফারুক আহমাদ, আব্দুল মজিদ,খাইরুল ইসলাম,আনিসুর রহমান প্রমূখ।
আপনার মতামত লিখুন :