এসময় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর ও ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার আরো বলেন,”পল্টন ট্রাজেডি সহ সারাদেশে আওয়ামী সরকারের যে লগি বৈঠার হত্যাকান্ড সংঘটিত হয়েছিল, ২৮ অক্টোবর ২০০৬ সালে যে ঘটনা ঘটিয়েছিল, এটা ছিল অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা।” তিনি অভিযোগ করেন, সেই সময় তারা “মায়ের হাসি কেড়ে নিয়েছিল” এবং “পুরো বাংলাদেশকে তারা বৃহৎ কারাগারে পরিণত করেছিল।”
তিনি আরও বলেন, “সিদ্দিরগঞ্জে শহীদ ফয়সালকে যারা হত্যা করেছিল, আমরা নতুন করে মামলা করে শামীম ওসমান সহ যারা দেশে বিদেশে যেখানেই থাকুক তাদেরকে নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই।”
ইসলামী আন্দোলন করার কারণে আমরা অনেক জুলুম-নির্যাতন সহ্য করেছি এবং “ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে এদেশের সকল মানুষ মিলে তাড়িয়েছি” বলেও তিনি উল্লেখ করেন।
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশে আবার হাসিনা ফিরে আসবে। তারা নানাভাবে ষড়যন্ত্র করছে। সুতরাং এদেশে আর হাসিনাকে ফিরিয়ে আনার পায়তারা করলে আমাদের সম্মিলিতভাবে রুখতে হবে।” তিনি বলেন, “অক্টোবর ভুলে গেলে চলবো না, এর চুড়ান্ত ফলাফল আমরা ‘২৪ এর ৫ আগস্টে’ পেয়েছি।”
সবশেষে, তিনি আগামীতে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ, সুষ্ঠু ও সুন্দর বাংলাদেশ পাওয়ার জন্য সকলের সার্বিক দোয়া কামনা করেন
আপনার মতামত লিখুন :