উলিপুরে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৫, ১:০৩ অপরাহ্ন / ১০০০
উলিপুরে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার্থীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সদস্য ও স্থানীয়রা।

সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করে।

অভিযুক্ত শিক্ষকের নাম রিয়াজুল ইসলাম। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের আদর্শবাজার (সরাইপাড়) এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, আবাসিক এক ছাত্রীকে ওই শিক্ষক ধর্ষণচেষ্টা করেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বাবা-মাকে বিষয়টি জানান। এরপর ছাত্রীর পরিবারের লোকজন রোববার ওই শিক্ষককে আটক করে চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মধ্য প্রামাণিকপাড়ার একটি স্থানে আটকে রাখেন এবং মারধর করেন। এ সময় ওই শিক্ষক ছাত্রীকে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


এ বিষয়ে চিলমারী মডেল থানার ওসি আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।