বৃষ্টিতে ভিজে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে শিক্ষকরা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন / ১০০০
বৃষ্টিতে ভিজে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে শিক্ষকরা

সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হয়েছেন। সকালবেলা বিক্ষোভ মিছিলের পর জুমার নামাজ শেষে তারা অনশনে বসেছেন। তাদের দাবি একটাই—বাড়ি ভাতা ২০ শতাংশ বৃদ্ধি ও অন্যান্য দাবি পূরণ না হলে তারা বাড়ি ফিরবেন না।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত শিক্ষকদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

সেখানে গিয়ে দেখা গেল, শিক্ষকরা শহীদ মিনারের বেদিতে জড়ো হয়েছেন। তারা বৃষ্টিতে ভিজে স্লোগান দিচ্ছেন, কেউ বক্তব্য রাখছেন।

খুলনা থেকে এসেছেন আসমা আক্তার। তিনি বলেন, যুগের পর যুগ ধরে মাত্র এক হাজার টাকা বাড়ি ভাতা দেওয়া হয়। দাবি তোলার পর ২ হাজার টাকা দিতে সম্মত হয়েছে। কিন্তু ২ হাজার টাকায় কি এখন বাড়ি ভাড়া পাওয়া যায়!

নড়াইল থেকে আসা রবিউল আলম বলেন, আমরা সকাল থেকে এখানে জড়ো হচ্ছি। গতকালও অনেক শিক্ষক ছিলেন। একদল গ্রামে ফিরে যাচ্ছেন, আরেকদল আসছেন। এভাবে আমরা টানা ছয় দিন ধরে আন্দোলন করছি।

বরিশাল থেকে আসা সুমন জানান, অনেক স্বপ্ন নিয়ে এই পেশায় এসেছিলেন। কিন্তু আজ আন্দোলনে নামতে হবে—তা কল্পনাও করেননি। তার একটাই প্রশ্ন, সরকার অন্যান্য পেশার মানুষের দাবি মেনে নিচ্ছে, আমাদেরটা কেন নেবে না? আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা বাড়ি ফিরব না।