সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মকর্তাদের ১০ লাখ টাকা ছিনতাই


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ১৫, ২০২৫, ৯:২৭ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মকর্তাদের ১০ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে ফেরার পথে দুই গার্মেন্টস কর্মকর্তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (১৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল নতুন সড়কে ডিএনডি পানির পাম্পের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন—আদমজী ইপিজেডের ইমেজ এসপি প্যাকেজিং লিমিটেড-এর অ্যাকাউন্টস অফিসার মো. নুরুল ইসলাম ও কোম্পানির আরেক কর্মকর্তা নাজমুল হাসান।

তাদের সঙ্গে থাকা ১০ লাখ টাকার ব্যাগ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মো. ইলিয়াস হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, ভুক্তভোগী দুই কর্মকর্তা হীরাঝিল এলাকার ইসলামী ব্যাংক শিমরাইল শাখা থেকে প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে রিকশার জন্য সামান্য এগিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ পেছন থেকে একটি সাদা রঙের প্রাইভেটকার দ্রুতগতিতে এসে তাদের হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। গাড়ির গতি বেশি থাকায় তারা নম্বর প্লেট দেখতে পারেননি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন,  ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।