
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে রূপগঞ্জের ভায়েলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানার তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর বিরাজ দাসের নেতৃত্বে ডিবির একটি দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রথমে রূপগঞ্জ থানার ভায়েলা বাজারের বাবুল সুপার মার্কেটের সামনে থেকে দুইজনকে আটক করা হয়। তারা হলেন— মো. নজরুল ইসলাম (৩৫), পিতা মৃত ঈমান আলী, সাং বরুণা, থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। মো. ওসমান (৪০), পিতা মৃত জনাব আলী, সাং নিমেরটেক, থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ।
তাদের কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়, মো. দ্বীন ইসলাম (৫২) নামের এক ব্যক্তির সহায়তায় তারা বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রূপগঞ্জসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন।
পরবর্তীতে ডিবি পুলিশ আড়াইহাজারের জালাকান্দি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মো. দ্বীন ইসলামকে গ্রেপ্তার করে। তিনি মৃত সফু মিয়ার ছেলে এবং রূপগঞ্জের নাওরা গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :