রূপগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৫, ১:১৬ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল এলাকা থেকে এক যুবকের (২৫) অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার রূপগঞ্জের পূর্বাচল ১৫ নং সেক্টর চায়না রেডিমিক্সের সামনে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখলে পুলিশের খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, লাশটি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভিকটিমের পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিকটিমকে অজ্ঞাত স্থানে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্য ঘটনাস্থলে ফেলে রেখে গেছে।