
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দরে বিভিন্ন অপরাধে ৪ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর খালপাড় এলাকার মৃত শরিফ মিয়ার ছেলে শাহীন (২৯) একই থানার চন্দাপুর কাজীরপার এলাকার মাসুদ মিয়ার ছেলে রাব্বি (২২) সোনাকান্দা এনায়েতনগর এলাকার হিরন মিয়ার ছেলে প্রান্ত কাজী (২৫) ও বন্দর কলাবাগ এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে জাহিদ হাসান (২৬)। ধৃতদের মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।.
পুলিশ জানিয়েছে,গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরা করার সময় সন্দেহজনক হিসেবে উল্লেখিত যুবকদের আটক করা হয়।
আপনার মতামত লিখুন :