অন্তরঙ্গ ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন / ১০০০
অন্তরঙ্গ ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

সোনাগাজীতে পরকীয়ার ভিডিও ধারণকে কেন্দ্র করে মো. সুজন (২৬) নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) রাতে উপজেলার চরসাহাভিকারি ফয়সাল কলোনিতে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় প্রধান আসামি মো. মামুন, তার স্ত্রী আসমা আক্তার ও মামুনের শাশুড়ি জুসিয়া বেগমসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সুজন উপজেলার চরদরবেশ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চরসাহাভিকারী গ্রামের মো. মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমাদার বাজারের চা দোকানদার জামশেদ আলমের সঙ্গে মামুন হোসেনের স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে সুজন গোপনে কিছু ছবি-ভিডিও সংগ্রহ করে রোববার রাতে মামুনের বাসায় যান। এসময় ছবি ও ভিডিও ধারণ ও ফেসবুকে প্রচার করা নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মামুন হোসেন (৩৩), তার স্ত্রী আছমা বেগম (২৪), শাশুড়ি লিপি আক্তার (৪০) ধারালো অস্ত্র দিয়ে সুজনকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সুজন চর সাহাভিকারী গ্রামের মো. মোস্তফার ছেলে। আর প্রধান আসামি মামুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌপাল্লি গ্রামের সোলেমানের ছেলে।

সোনাগাজী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, নিহতের মা রহিমা বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। ভোররাতে অভিযান চালিয়ে মামলার ৪ আসামিকেই আটক করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।