
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের বন্দরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “নিশং ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৫-২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইমরান একাদশ বনাম মোল্ট হোন্টার, ফ্রেন্ডস ক্লাব ৮৬ ব্রাদার ইউনিটি। খেলার শুরু থেকেই মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ, স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ প্রাঙ্গণ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিণী, বিশিষ্ট সমাজসেবক নার্গিস মাকসুদ।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক নার্গিস মাকসুদ বলেন,
“যুব সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মাঝে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।”
এ সময় তিনি আগত সবাইকে আসন্ন নির্বাচনে তার স্বামী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক পারভেজ, আইভী, এজাজ মাহমুদ রনি এবং মোঃ ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান, এবং পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিশং ভাই ভাই স্পোর্টিং ক্লাব।
স্থানীয় ক্রীড়ামোদী জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ লীগকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করবে।
আপনার মতামত লিখুন :