‘গ্রীন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় জলাশয় পরিস্কার কার্যক্রম


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ২৬, ২০২৫, ৮:২৩ অপরাহ্ন / ১০০০
‘গ্রীন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় জলাশয় পরিস্কার কার্যক্রম

নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় ‘গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রায় ৩০ শতাংশ অংশজুড়ে থাকা একটি পুকুর পরিস্কার কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ এর স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এ কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উদ্বোধনী বক্তব্যে বলেন, “খুব শিগগির নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগরীতে রূপান্তর করা হবে। গ্রীন অ্যান্ড ক্লিন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে। এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

জলাশয় পরিস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বেগম হাসিনা মমতাজ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, সহকারী পরিচালক কাজী মমতাজ বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম. বোরহান উদ্দিন, মেডিকেল অফিসার ডা. জাফরীন যোবায়রা সুরভী, জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. ফারহানা আক্তার, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম.এ মান্নান ভূঁইয়া প্রমুখ।

দিনব্যাপী এই অভিযানে স্বেচ্ছাসেবকরা কচুরিপানা, আবর্জনা ও ময়লায় পরিপূর্ণ পুকুরটি পরিস্কার করেন। তাদের শ্রমে দিন শেষে জলাশয়টি অনেকটা পরিচ্ছন্ন রূপ লাভ করে।