
নারায়ণগঞ্জের বন্দরে মদনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদস্য ফরম বিতরণ কার্যকম অনুষ্ঠিত হয়েছে। এ সময় বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ লিটন বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রত্যেকটা নেতাকর্মীর খবরাখবর আছে।
উনি যে দেশের জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন এখানে উনার একটাই উদ্দেশ্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। যারা দেশের গণতন্ত্র হত্যা করেছে, মানুষকে খুন গুম করেছে তারা হারিয়ে গেছে। এই সফলতার কৃতিত্ব তারেক রহমান ও বিএনপির নেতাকর্মীদের। তারেক রহমানের নেতৃত্বে দূর্গ গড়ে উঠেছিলো। তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের পথে। অতিদ্রæত নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা যখন নির্বাচনের সময় ঘোষণা করেছেন এটা অনেকের ভাল লাগেনি।
তিনি বলেন আমাদের নেতা বলেছেন এই দেশে এক টানা দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। যদি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে তাহলে কোনো ফ্যাসিস্ট স্বেরাচার, খুনি শাসক তৈরি হবে না।
আজকে বিএনপির সদস্য ফরম বিতরণ করা হচ্ছে। বিএনপির নিবেদিত প্রাণ যারা আছেন তারাই শুধু সদস্য হতে পারবেনা অন্য কেউ সদস্য হতে পারবে না।
মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহেন শাহ মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফহেত আহম্মেদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ লিটন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা সহ অন্যান্যরা।
আপনার মতামত লিখুন :