
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন র্যালী আবাসিক এলাকা বাড়ির মালিক ঐক্য পরিষদ এবং যুব ও সমাজকল্যাণ সংসদ।এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।সম্প্রতি বহিরাগতদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ করেন বাড়ির মালিকেরা।তাদেরকে আস্বস্ত করে ইউএনও জানান, কেউ ভয় পাবেন না,আস্থা রাখুন।সবসময় প্রশাসন জনসাধারণের পাশে আছে।চলমান পরিস্থিতিতে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের আন্তরিক সহায়তা প্রত্যাশা করে বলেন, কেউ ভয় পাবেন না, আস্থা রাখুন।সবসময় জনসাধারণের পাশে আছে প্রশাসন।
আপনার মতামত লিখুন :