ফতুল্লা থেকে বোবা বৃদ্ধ নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৫, ৩:১০ অপরাহ্ন / ১০০০
ফতুল্লা থেকে বোবা বৃদ্ধ নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন দক্ষিণ সস্তাপুর এলাকার ‘স্বপ্ন’ শপিং সেন্টারের সামনে থেকে মোহাম্মদ মোবারক (৬০) নামের এক বোবা ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ মোবারকের গ্রামের বাড়ি জামালপুরের শরিষাবাড়ি। তিনি নারায়ণগঞ্জে মেয়ের বাসায় বেড়াতে এসে গত শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) ফরজ নামাজ আদায় করতে বের হন, কিন্তু এরপর থেকে আর বাসায় ফিরে আসেননি।
নিখোঁজের সময় তার গায়ে ছিল সাদা লুঙ্গি, কাঠালি রঙের পাঞ্জাবি, টুপি ও গামছা। তার গায়ের রঙ ফরসা এবং উচ্চতা আনুমানিক ৬ থেকে ৭ ফুট।
পরিবার জানায়, তিনি কথা বলতে পারেন না (বোবা), তাই তার পরিচয় জানাতে সমস্যা হতে পারে। নিখোঁজের বিষয়ে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
যদি কোনো সদয় ব্যক্তি তার খোঁজ পান, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে—
০১৬১৪৯৪২১৮২
০১৭০৬১১৬৩০২