চাঁদাবাজির অভিযোগে এনে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন / ১০০০
চাঁদাবাজির অভিযোগে এনে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

গাজীপুরের জয়দেবপুর থানাধীন শিরিশচালা এলাকায় ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মারধরের ঘটনার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর স্থানীয় ইকবাল কুটিরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ব্যবসায়ী মুশফিকুল ইসলাম (৩০)।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, শিরিশচালা এলাকায় অভিযুক্ত আবুল কাশেম ও জাহাঙ্গীরসহ (৩৫) অজ্ঞাতনামা ৭-৮ বিবাদী তার প্রতিষ্ঠান অঙ্গি সিস্টেম লিমিটেডে পূর্ব পরিকল্পিতভাবে ইন্টারনেট সরবরাহ ক্যাবল বিভিন্ন সময় কাটাসহ ইন্টারনেট সরবরাহের প্রয়োজনীয় যন্ত্রাংশ চুরি করে গ্রাহকদের নিরবচ্ছিন্ন ইন্টারনেট প্রদানে বাধাগ্রস্ত করে। বিষয়টি নিয়ে স্থানীয়তাবে একাধিকবার বিচার সালিশ হয়েছে। এর ধারাবাহিকতায় তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য ১৩ অক্টোবর বিবাদীরা বিভিন্ন অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এসময় ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়িভাবে মারধর করা হয়। এক পর্যায়ে বিবাদীরা ব্যবসা করতে হলে প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে এক লাখ টাকা চাঁদা দাবি করে নানা হুমকি ধামকি দিয়ে চলে যায়।

মুশফিকুল ইসলাম আরও বলেন, মারধরের ঘটনায় তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের ও জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করেছেন। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি ও ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।