অবৈধ লেনদেনের অভিযোগে ইসি কর্মচারী সাময়িক বরখাস্ত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ১:১৮ অপরাহ্ন / ১০০০
অবৈধ লেনদেনের অভিযোগে ইসি কর্মচারী সাময়িক বরখাস্ত

নির্বাচন কমিশনের (ইসি) নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও অবৈধ লেনদেনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. আবু সুফিয়ান মোল্লা। তিনি সরাইল উপজেলা নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন।

সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ডিএম আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা গেছে। আদেশটি জারি করা হয় ১২ অক্টোবর, যা পরদিন প্রকাশিত হয়।

চিঠিতে বলা হয়, ইসি সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় মো. আবু সুফিয়ান মোল্লার বিরুদ্ধে অবৈধভাবে অর্থ গ্রহণ, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে একজন পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, অভিযোগের গুরুত্ব ও অপরাধের প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন। তাই সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত থাকা অবস্থায় আবু সুফিয়ান মোল্লা সরকারি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধা পাবেন।